রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
![]() |
রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ |
রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্য তাই বিভিন্ন পদে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করে নেয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন
পোস্ট তারিখ- 01.11.2020
বিজ্ঞাপন নাম্বার- 16 Of 2020
কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস
কিভাবে আবেদন করবেন-
প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট
কোন সংস্থা নিয়োগ করছে-
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (32 টি), প্রকিউরমেন্ট অফিসার (13 টি), একাউন্টস অফিসার (9 টি), জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (2 টি), জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিনান্স (6 টি), কমার্শিয়াল ইনস্পেক্টর (28 টি), অডিটর (5 টি), স্টেনোগ্রাফার (4 টি), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল (1 টি), ল অ্যাসিস্ট্যান্ট (1 টি), সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল (1 টি), সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল (1 টি), ডেপুটি জেনারেল ম্যানেজার ফিনান্স (3 টি), ক্যাশিয়ার (2 টি), ডেপুটি জেনারেল ম্যানেজার (2 টি), ডিস্ট্রিক্ট ম্যানেজার (12 টি), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (6 টি)
কাজের স্থান-
শূন্যপদ-
বেতন-
শিক্ষাগত যোগ্যতা-
অ্যাসিস্ট্যান্ট গ্রেড II- ন্যূনতম 55% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
প্রকিউরমেন্ট অফিসার- ন্যূনতম 55% নম্বর নিয়ে যে কোন শাখায় অনার্সে গ্রাজুয়েশন পাস সঙ্গে 50% নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
একাউন্টস অফিসার- ন্যূনতম 55% নম্বর নিয়ে যে কোন বিকম অনার্সে গ্রাজুয়েশন পাস অথবা 50% নাম্বার নিয়ে এম কম থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ন্যূনতম 55% নম্বর নিয়ে যে কোন শাখায় অনার্সে গ্রাজুয়েশন পাস সঙ্গে 50% নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিনান্স- ন্যূনতম 55% নম্বর নিয়ে যে কোন বিকম অনার্সে গ্রাজুয়েশন পাস অথবা 50% নাম্বার নিয়ে এম কম থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
কমার্শিয়াল ইনস্পেক্টর- ন্যূনতম 50% নম্বর নিয়ে যে কোন শাখায় অনার্সে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
অডিটর- ন্যূনতম 50% নম্বর নিয়ে যে কোন বিকম অনার্সে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
স্টেনোগ্রাফার- ন্যূনতম 50% নম্বর নিয়ে যে কোন ইংরেজি বিষয় অনার্সে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড হতে হবে 40 Word Per Minites এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল- সিভিল ইঞ্জিনিয়ারে গ্রাজুয়েশন পাস এবং থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
ল অ্যাসিস্ট্যান্ট- ন্যূনতম 50% নম্বর নিয়ে যে কোন ল বিষয়ে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এই পদের জন্য দু'বছরের অভিজ্ঞতার প্রয়োজন
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল- সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
ডেপুটি জেনারেল ম্যানেজার ফিনান্স- 55% নাম্বার নিয়ে B.E/B.Tech পাশ করতে হবে সঙ্গে থাকতে হবে চাটার একাউন্ট এর ডিপ্লোমা কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
ক্যাশিয়ার- 50% নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে কম্পিউটার জানতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স- 18-40 বছর বয়স হতে হবে
ডেপুটি জেনারেল ম্যানেজার- 55% নাম্বার নিয়ে B.E/B.Tech পাশ করতে হবে সঙ্গে থাকতে হবে বিজনেস ম্যানেজমেন্ট এর MBA ডিপ্লোমা কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
ডিস্ট্রিক্ট ম্যানেজার- 55% নাম্বার নিয়ে B.E/B.Tech পাশ করতে হবে সঙ্গে থাকতে হবে বিজনেস ম্যানেজমেন্ট এর MBA ডিপ্লোমা কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- 55% নাম্বার নিয়ে B.E/B.Tech পাশ করতে হবে সঙ্গে থাকতে হবে বিজনেস ম্যানেজমেন্ট এর MBA ডিপ্লোমা কোর্স এবং তিন বছরের অভিজ্ঞতা
বয়স- 21-40 বছর বয়স হতে হবে
জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে
আবেদন মূল্য-
আবেদনের শেষ তারিখ- 01.12.2020
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল পিডিএফ- Click Here
আবেদনের ফরম- Click Here
No comments:
Post a Comment